নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় হাম রুবেলা ক্যাম্পেইনের শুভ উদ্ধোধন করা হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় মিলনায়তনে স্বাস্থ্য বিধি মেনে এর শুভ উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা: এ,বি,এম আবু হানিফ। এ উপলক্ষ্যে উদ্ধোধনী সভায় অন্যান্যের মধ্যে সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: মোহাম্মাদ সাঈদুল হক, ডেপুটি সিভিল সার্জন ডা: মঞ্জুর-এ মোর্শেদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ মাহমুদুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবুল কালাম আজাদ, ডাঃ আশিষ কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ১২ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত জেলায় ২ হাজার ৪৪৮টি কেন্দ্রে ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সের সাড়ে ৫ লাখ শিশুকে এই টিকা দেয়া হবে বলে জানান তারা।