আর আই সবুজ,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রানিনগর উপজেলার ঘোষগ্রাম কফিলিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসা হতে হেফ্জ বিভাগের ছাত্র সিজান(১৮)এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রানিনগর থানা পুলিশ।নিহত সিজান রানিনগর উপজেলার ঘোষগ্রাম গ্রামের আব্দুল বারিকের পূত্র।এলাকাবাসী সূত্রে জানাযায় গত সোমবার রাত আনুমানিক ১১টার দিকে কে বা কাহারা সিজান কে নির্মমভাবে হত্যা করে মাদ্রাসার বাঁশের সাতে ঝুলিয়ে রাখে।ঘোষগ্রাম কফিলিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা জানায় সিফাত প্রতিদিনের মতো ক্রাস শেষ করে বাসায় চলে যায়।গভরি রাতেও সিফাত বাসায় না গেলে সিফাতের পরিবার মাদ্রাসায় তাঁকে খোঁজ করতে আসেন।খোঁজাখুজির এক সময় মাদ্রাসার এক কক্ষে তার ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। তার ঝুলন্ত লাশ দেখে থানা পুলিশে খবর দিলে রানিনগর থানা পুলিশ এসে সিজানের লাশ উদ্ধার করেন।এ বিষয়ে রানিনগর থানা অফিসার ইনর্চাজ এ এস এম সিদ্দিকুর রহমান বলেন খবর পাওয়ার পরে পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করেছে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার চার জন ছাত্রকে তানায় আনা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।