বুলবুল চৌধুরী, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পত্নীতলা থানা পুলিশ গত রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ব্যবসায়ী মাদক সম্রাট খলনার বড়ইকুড়িঁ গ্রামের ফয়েস উদ্দীনের পুত্র মালেক (৩৩) কে আটত করে থানায় আনার পথে উপজেলার বালুঘাঁ গ্রামের মাদক ব্যবসায়ীরা পুলিশের গাড়ি আটকিয়ে এ.এস.আই তাজুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্সকে মারধর করে আসামী মালেককে ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে পত্নীতলা থানায় উক্ত এলাকার ১৮ জন মাদক ব্যবসায়ী বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।
এ সময় পত্নীতলা থানা পুলিশ খবর পেয়ে এস.আই নুরুল ইসলাম, এস.আই মকবুল হোসেন সহ সঙ্গীয় ফোর্স তাৎক্ষনিক অভিযান চালিয়ে উক্ত বালুঘাঁ গ্রামের মৃত রহমত উল্লার পুত্র মাদক সম্রাট জাহেদুল ইসলাম (৩০) ও মাদক সম্রাট লুৎফর রহমানের পুত্র রাজিকুল ইসলাম (২১) কে আটক করে। অন্যান্য আসামীরা এ সময় পালিয়ে যায় বলে থানা সুত্রে জানা গেছে।
এ ব্যাপারে পত্নীতলা থানায় উক্ত এলাকার ১৮ জন মাদক ব্যবসায়ী বিরুদ্ধে ১৪৩, ২২৪, ৩৩২, ৩৩৩, ৩৪১, ৩৫৩ ধারাতে একটি মামলা দায়ের হয়েছে, মামলা নং ৫, তাং- ০৬/১০/২০১৩।