ডেস্ক রির্পোট : ঢাকার ধামরাইয়ে যাত্রাবাহী বাসচাপায় ভ্যানের ২ যাত্রীসহ ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সুতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা জানান, সকালে ধাইরা হতে ছেড়ে আসা শ্রীরামপুরে দুধ বিক্রির উদ্দেশে যাওয়ার সময় ভ্যান গাড়িটি ঢাকা আরিচা মহাসড়কে সুতিপাড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দুরপাল্লার বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। গুরুতর আহত ভ্যানচালক আব্দুল জব্বার হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
নিহতরা হলেন ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামের মৃত কাজিমুদ্দিনের ছেলে আব্দুল ফকির(৬৫), একই গ্রামের মুত নিজামুদ্দিনের ছেলে আ. সামাদ (৬০) ও ভ্যানচালক আব্দুল জব্বার (৪০)।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।