ক্রীড়া প্রতিবেদক, ১৬ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : কলোম্বোয় সিরিজের দ্বিতীয় টেস্টে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ। মধ্যাহ্ন ভোজের আগে ২৭ ওভারে দুই উইকেটে তাদের সংগ্রহ ৬২।
প্যাভিলিয়নে ফিরেছেন তামিম ইকবাল (১০) ও আশরাফুল (১৬)। ক্রিজে রয়েছেন জহুরুল ইসলাম (২২) ও মমিনুল হক (৩)।
কলোম্বো প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।
গল টেস্টের পর একাদশে পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোট কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবাল, রুবলে হোসেন। দলের বোলিংয়ে ভারসাম্য আনতে ডাক পেয়েছেন পেসার রবিউল হোসেন। বাদ পড়েছেন এনামুল হক, ইলিয়াস সানি ও শাহাদাত হোসেন।
তবে দলে একটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। পেস বান্ধব উইকেট হওয়ায় দলে বাড়তি পেসার যোগ করেছে তারা। ফিরেছেন সুরঙ্গ লাকমল। বাদ পড়েছেন অজন্তা মেন্ডিস।
উল্লেখ্য, দুই টেস্ট সিরিজের প্রথমটি ড্র করেছে বাংলাদেশ।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, জহুরুল ইসলাম, তামিম ইকবাল, নাসির হোসেন, সোহাগ গাজী, মমিনুল হক, আবুল হাসান, রবিউল ইসলাম ও রুবেল হোসেন।
শ্রীলঙ্কা দল: অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), দিনেশ চান্দিমাল (সহ-অধিনায়ক), তিলকারত্নে দিলশান, দিমুথ করুনারত্নে, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা, নুয়ান কুলাসেকারা, কিথুরুয়ান ভিথাঙ্গ, সামিন্দা এরেঙ্গা, রঙ্গনা হেরাথ ও সুরঙ্গ লাকমল।