সাইফ উল্লাহ , ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনাম গঞ্জের ধর্ম পাশা উপজেলার নব নির্মিত সুনুই সেতুর উপর সমাবেশ সকাল ১১ঘটিকায় অনুষ্টিত হয়। সমাবেশে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেন,আওয়ামীলীগ সরকার দেশ ও জনগনের কথা বলে এবং হাওর পাড়ের সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে আসছে। আগামী দশম নির্বাচনে জনগণ আওয়ামীলীগ কে আবার ও নৌকা মার্কা ভোট দিয়ে জয় যুক্ত করবেন এবং তিনি আরও বলেন আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন রতন এম পি কে আপনাদের কাছে রেখে গেলাম। যদি বিগত বিএনপির সরকারের পাঁচ বছর আর আওয়ামীলীগ সরকারের পাঁচ বছর তুলনা করে দেখবেন কোন সরকার কাজ বেশী করেছেন যদি আমরা বেশী করে থাকি তাহলে আমাদের কে ভোট দিয়ে জয়যুক্ত করুন।এ সময় বিভিন্ন গ্রাম থেকে বিএনপির শতাদিক কর্মী আওয়ামীলীগে যোগদান করেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সুনাম গঞ্জ ১ আসনের এমপি আলহাজ্ব মোয়েজ্জেম হোসেন রতন,নেএকোণা ৩ আসনের এমপি মনজুর কাদের খুরাইশী,মোহন গঞ্জ উপজেলার চেয়ারম্যান শহীদ ইকবাল,ধর্ম পাশা উপজেলার চেয়ারম্যান আব্দুল আওয়াল,জেলা সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম,ধর্ম পাশা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস,ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু, ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ তাং, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন খাঁন,যুবলীগ যুগ্ন আহবায়ক আব্দুল বারেক ছোটন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা ভাইচ চেয়ারম্যান এড.আব্দুল হাই এর পরিচালনায় অনুষ্টিত হয়। সমাবেশের পর সুনুই সেতু নিমার্ণের কাজ উদ্বোধন করেন ১৮৬ মিঃ দৈর্ঘ্য সেতু প্রকল্পে ব্যয় প্রায় ৮ কোটি টাকা, এবং এর পাশাপাশি ধর্ম পাশা মধ্যনগর রাস্তা নিমার্ণে কাজ উদ্বোধন করেন। জানাযায় ২০ কিলো মিটার দৈর্ঘ্য সড়কে প্রকল্পে ব্যয় প্রায় ২০কোটি টাকা। এই সড়ক দিয়ে তাহির পুর হয়ে সুনাম গঞ্জ আসা যাওয়া করতে পারবে সর্বস্তরের জনগণ। শুভ উদ্বোধনে উপ¯িহত ছিলেন জেলা প্রশাসক ইয়ামিন চৌধুরী, সুনাম গঞ্জ ও সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমিন, ধর্ম পাশা ইউ এন ও মোহাম্মদ খালেদুর রহমান প্রমুখ।