সাইফ উলাহ, প্রতিনিধি ধর্মপাশা (সুনামগঞ্জ) : ধর্মপাশা ঊপজেলার পাইকরাটির ইউনিয়নের টগার হাওর লাগোয়া সরকারী হিজল করচ বাগান থেকে গত ১৫ দিনে শতাদিক গাছ কেটে নিয়েছে স্থানীয় প্রভাবশালী কতিপয় কিছু লোক। জড়িতদের নামে অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন সুত্রে জানাযায় চকিয়া চাপুর হিজল করচ বাগানটি কয়েক মাস আগে সরকারী তালিকা ভুক্ত করা হয়েছে তা এখন জেলা প্রশাসনের আওতাধীন । বাগানের আয়াতন প্রায় ৫৯ একর ৯০ শতকের ১১৯টি হিজল ও করচ গাছ রয়েছে যার মুল্য প্রায় ৩ লাদিক এর মধ্যে আড়াই লাদিক পরিমান গাছ কেঠেছে প্রভাবশালী চকিয়াচাপুর ও পাশ্ববর্তী বালিজুরি গ্রামের কিছু সংখ্যা লোক। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু লোক অভিযোগ করেন চকিয়াচাপুর গ্রামে প্রভাবশালী জিতু মিয়া, মকবুল হোসেন, ওয়াদুদ চৈাঃ সহ একত্রে হয়ে শ্রমিক লাগীয়ে বাগানের ১ শত গাছ কেঠে নিয়ে যায়। পরে সেই গাছ গুলো বিক্রয় করে দেওয়া হয়। অভিযোক্ত ব্যাক্তিগণ হিজল ও করচ গাছ কাঠারা কথা স্বীকার করেছেন। তবে তাদের দ্বাবী বাগানটি সরকারী নয়। গ্রামের কয়েক জনের নামে জমি রেকর্ড করা। তারা আরও জানান মাস খানেক পূর্বে গ্রাম বাসীদের নিয়ে বৈঠক করে গাছ গুলো কাঠা হয়। এবং তাহা ন্যায্য মূল্য থেকে দেড় ল টাকা কমে বিক্রয় করে মাত্র ১ ল টাকায়। বিক্রিত গাছের টাকা দিয়ে স্থানীয় মসজিদ ও শ্মশানের উন্নয়নের জন্য ব্যয় করা হবে। স্থানীয় ইউপি সদস্য রুবেল কবির জানান এ বিষয়ে তিনি কিছুই জানেন না। হাওর রার জন্য এক মাত্র উপযোগী হিজল ও করচ এবং পরিবেশ ভারসাম্য রা করে। সেই গাছের গোড়া টুকু রেখে উপরের অংশ টুকু কেঠে ফেলা হয়েছে। ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান বলেন লুকের মূখে বিষয়টি শুনেছি গাছ কাঠার সঙ্গে কে বা কারা জড়িত আমি তা জানি না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেদুর রহমান বলেন গাছ কেঠে নেওয়া হয়েছে এই সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি অভিযোগের প্রেেিত তদন্ত সাপেে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।