বিনোদন সংবাদদাতা: গোপনে বিয়ে করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা! এ কথা তারকা জগতের অনেকেরই মুখে মুখে।
বিষয়টি নিয়ে যদিও গত আগস্ট মাস থেকে মিডিয়া পাড়া কানাঘুষা চলছে।
এই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে তেমন কিছু বলছেন না জনপ্রিয় অভিনেত্রী সারিকা। প্রসঙ্গ তুললেই অন্য প্রসঙ্গে চলে যান তিনি। বলা চলে বিয়ের বিষয়টি এক রকম এড়িয়ে চলছেন তিনি।
যদিও সারিকার ঘনিষ্ট একটি সূত্র বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি এর বেশি কথা বলতে রাজি হননি।
সূত্রটি জানায়, এক ধর্নাঢ্য ব্যবসায়ীকে গোপনে বিয়ে করেছেন সারিকা।
বেশকিছুদিন ধরেই এই ব্যবসায়ীর সঙ্গে ডেটিং করে আসছিলেন সারিকা। মূলত এই ব্যাবসায়ীকে নিয়ে দ্বন্দেই মডেল নিরবের সঙ্গে সম্পর্ক নষ্ট হয় সারিকার।
জানা গেছে, ওই ব্যাবসায়ীর পরামর্শেই অভিনয় থেকে অনেকটা দুরে সরে আছেন সারিকা। অতিসম্প্রতিকালে তেমন কোন নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেননি গুনী এ অভিনেত্রী। আর তাই গত রোজার ঈদেও তাকে দেখা যায়নি।