স্টাফ রিপোর্টার : কোনও ধরনের তাণ্ডব-সহিংসতা ছাড়াই জামায়াত-শিবিরের ডাকা দ্বিতীয় দিনের হরতাল চলছে। বুধবার সকাল থেকে ৪৮ ঘণ্টার এই হরতাল শুরু হয়।
বৃহস্পতিবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ডেমরার কাজলায় মিছিল করে হরতাল সমর্থকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে শিবিরের ব্যানারসহ ১০ থেকে ১২ জন কর্মী একটি মিছিল বের করে। মিছিল থেকে তারা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে রাস্তা আটকে একটি স্টাফ বাস ভাঙচুর করে।
খবর পেয়ে পাশে দায়িত্বরত পুলিশ ধাওয়া করলে শিবিরকর্মীরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হরতালে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে পুলিশ।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে সুপ্রিম কোর্ট জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ায় জামায়াত বুধ ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করে।