কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার প্রাগপুর ইউপির বিলগাথুয়া সীমান্তে এ পতাকা বৈঠক হয়।
সীমান্তের ১৫০-৩ (এস) পিলারের কাছে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে নেতৃত্ব দেন ৩২ ব্যাটালিয়ন অধীনস্থ বিলগাথুয়া বিওপির অধিনায়ক নায়েক সুবেদার গোলাম মওলা এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৮৫ বিএসএফ কমান্ড্যান্ট অধীনস্থ বালিয়াশিশি বিএসএফ ক্যাম্পের অধিনায়ক সাব-ইন্সপেক্টর এবি যাদব।
পতাকা বৈঠকে সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধ, সীমান্তসংলগ্ন আবাদি জমির ফসল না কাটা, অবৈধ অনুপ্রবেশসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।