আমিনুল ইসলাম হিরন, ছাতক,সুনামগঞ্জ প্রতিনিধি : দোয়ারার বাংলাবাজারে জনসভা শেষে ভাড়া করা কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলী। গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাবাজারে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। ভাড়া করা উত্তেজিত কর্মীদের ধাওয়া খেয়ে এক পর্যায়ে তিনি এলাকা ত্যাগ করে চলে যেতে বাধ্য হন। স্থানীয়রা জানান, নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে বাংলাবাজারে শুক্রবার বিকেলে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলী। সভাকে সফল করতে দু’দিন আগ থেকেই বাংলাবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে টাকার বিনিময়ে লোক সংগ্রহ করতে সোবহান মেম্বারসহ স্থানীয় কয়েকজন লোককে ঠিকাদার হিসেবে নিয়োগ দেয়া হয়। গতকাল যথারীতি নিয়োগকৃত ঠিকাদারদের মাধ্যমে কয়েকশ’ লোকও সভায় উপস্থিত হয়। এলাকার দরিদ্র ও গরীব প্রকৃতির লোক সভায় উপস্থিতি থাকার চেয়ে তাদের নির্ধারিত (২শ’) টাকা পাওয়ার জন্য অধির আগ্রহে অপেক্ষা করতে থাকে। সভা শেষ হলে আগত লোকজন তাদের পাওনা পরিশোধের জন্য ঠিকাদারদের উপর চাপ সৃষ্টি করে। টাকা না পেয়ে এক পর্যায়ে সভায় আসা ভাড়া করা নারী-পুরুষ বিক্ষুদ্ধ হয়ে মঞ্চে থাকা প্রধান অতিথি মুনসিফ আলীকে ঘেরাও করে তাকে লাঞ্ছিত করা হয়। বিক্ষুদ্ধ নারী-পুরুষের কবল থেকে স্থানীয় গন্যমান্য লোকজন মুনসিফ আলীকে রক্ষা করে তার গাড়ীতে উঠিয়ে দেয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীরা তার ব্যবহৃত গাড়ীটি ঘেরাও করে পাওনা পরিশোধের দাবী জানায়। এ সময় বিক্ষোভকারীরা এলাপাতারি ইট-পাটকেল নিক্ষেপ করলে তার সাথে থাকা আরো ৪টি গাড়ী ভাংচুর করা হয়। এক পর্যায়ে আত্মরক্ষা করে পালিয়ে আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলী। এ ব্যাপারে মোবাইল ফোনে মুনসিফ আলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।