আমিনুল ইসলাম হিরন, ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি : দোয়ারায় বজ্রপাতে সুপ্রতা রানী দাস (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার পান্নডারগাঁও ইউনিয়নের উষারগাঁও গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। সে গ্রামের ভূপেষ দাসের স্ত্রী। স্থানীয়রা জানায়, বিকেলে বাড়ির নিকটবর্তী মাঠ থেকে গরু আনতে গেলে তার উপর বজ্রপাত পতিত হয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। অপরদিকে বজ্রপাতে হাসান আলী (২২) নামের এক যুবক আহত হয়েছে। সে উপজেলার সুরমা ইউনিয়নের ভুজনা-কালিপুর গ্রামের জয়নাল আবেদীনের পুত্র। আমন জমিতে চারা রোপন করা অবস্থায় বজ্রপাতে সে আহত হয়। আহত হাসান আলীকে দোয়ারা হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।