বিনোদন ডেস্ক : দেশে তৈরি হচ্ছে এক হাজারেও বেশি পর্বের ধারাবাহিক নাটক। নাটকটির নাম ‘সুয়োরানী দুয়োরানী’। এটি নির্মাণ করছেন নাট্যনির্মাতা দেওয়ান নাজমুল। আগামী বছর থেকে যেকোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার করা হবে।
সম্প্রতি গাজীপুর ও সিলেটের জাফলংয়ে নাটকটির শুটিং হয়েছে বলে জানান নির্মাতা দেওয়ান নাজমুল। এতে নায়িকার চরিত্রে অভিনয় করবেন ছোট পর্দার অভিনেত্রী ঈশানা খান। আরও আছেন ইলিয়াস কাঞ্চন, চম্পা, আশিক চৌধুরী, অরিন প্রমুখ।
‘সুয়োরানী দুয়োরানী’ নাটকে ‘রূপনগরের রাজকন্যা’ রূপে হাজির হচ্ছেন মিষ্টি হাসির তারকা ঈশানা। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এই চরিত্রটি আমার কাছে স্বপ্নের মতো। অনেকদিন ধরেই এ ধরনের চরিত্রে কাজ করার ইচ্ছে ছিল। অবশেষে সেই ইচ্ছে পূরণ হয়েছে। হাজার পর্বের এই নাটকটি দেখে দর্শকরা যেমন বিনোদন পাবেন, তেমন চমকও থাকবে।’
লাক্স তারকা হয়ে পথচলা শুরু হয়েছিল গ্লামারগার্ল ঈশানা খানের। সারা বছর তাকে নাটক ও টেলিছবিতে অভিনয় করতে দেখা যায়। সেই সাফল্যের পথ পেরিয়েই সম্প্রতি এক হাজার পর্বের নতুন এই ধারাবাহিকে অভিনয় করছেন।