ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | দেশে কোনো গণজাগরণ মঞ্চ হয়নি: রফিকুল ইসলাম

দেশে কোনো গণজাগরণ মঞ্চ হয়নি: রফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার, ৫ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, ‘সরকার ব্যর্থতাকে আড়াল করতে পুলিশ বেষ্টনী দিয়ে গণজাগরণ মঞ্চের নামে সন্ত্রাসকে উস্কে দিচ্ছে। এটি কোনো গণজাগরণ মঞ্চ নয়, এখানে ব্যর্থতা আড়ালের নাটক মঞ্চায়িত হচ্ছে।’

মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হল রুমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তিনি বলেন, ‘বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার দায় সরকারকে নিতে হবে।’

সরকারের আচরণ জনগণ ভুলবে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘হলমার্ক-ডেসটিনি-পদ্মাসেতু-ইউনিপেটুউ দুর্নীতি ও নির্বিচারে পাখির মতো মানুষ হত্যা করার জবাব জনগণ সঠিক সময় দেবে।’

সরকারের সমালোচনা করে রফিকুল ইসলাম বলেন, ‘দেশের ইতিহাসে এক সঙ্গে এতো মানুষ হত্যার ঘটনা এটাই প্রথম হলেও প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর এব্যাপারে কোনো মন্তব্য করেননি।’

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, সাবেক মন্ত্রী নিতায় রায় চৌধুরী, অ্যাডভোকেট শাহ খসরুজ্জামান, ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ।

সমাবেশ শেষে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে প্রদক্ষিণ করে।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...