স্টাফ রিপোর্টার, ঢাকা, ০৮ ফেব্রুয়ারী, বিডিটুডে ২৪ ডটকম : গ্রামীণ জনপদের মানুষরা এখন তাদের বাড়ির পাশেই বিদেশ থেকে প্রিয়জনের পাঠানো টাকা গ্রহণ করতে পারবেন। এ সুবিধা প্রদানের জন্য ব্র্যাক ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলের বিস্তৃত এস.এম.ই ইউনিট অফিসে রেমিটেন্স সেবা চালু করেছে।
এই নতুন সেবার ফলে প্রবাসী বাংলাদেশীরা তাদের কষ্টার্জিত অর্থ অতি দ্রুত, নিরাপদে ও সহজে দেশে প্রিয়জনের নিকট পাঠাতে পারবেন। শহরে গিয়ে টাকা তুলতে হবে না তাই তাদের সময় বাঁচবে।
ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বৃহস্পতিবার গাজীপুরের কাপাসিয়া এস.এম.ই ইউনিট অফিসে স্থানীয় গ্রাহক সেলিনা আক্তারের নিকট রেমিটেন্স অর্থ হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের এস.এম.ই ব্যাংকিং বিভাগের প্রধান আবদুর রহমান, কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি বিভাগের প্রধান জীশান কিংশুক হক, ট্রেজারি এন্ড ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউসন ও প্রবাসী ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শাহীন ইকবাল, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রাথমিকভাবে গ্রাহকরা ব্র্যাক ব্যাংকের ২১টি এস.এম.ই ইউনিট অফিসে এই সেবা পাবেন। পর্যায়ক্রমে দেশব্যাপী ৩৯৭টি এস.এম.ই ইউনিট অফিসে এ কার্যক্রম বিস্তৃত করা হবে।
বর্তমানে যেসব এস.এম.ই ইউনিট অফিসে এই সেবা পাওয়া যাবে সেগুলো হচ্ছে- কুমিল্লার চান্দিনা, ব্রাহ্মণপাড়া, হোমনা, বড়–রা, দেবিদ্বার, কোম্পানিগঞ্জ ও লাকসাম, টাঙ্গাইলের মির্জাপুর ও সখিপুর, ফেনীর ছাগলনাইয়া ও দাগনভূঁইয়া, নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও চাটখিল, মুন্সিগঞ্জের শ্রীনগর, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, গাজীপুরের কাপাসিয়া, সিলেটের গোলাপগঞ্জ, চাঁদপুরের কচুঁয়া, সুনামগঞ্জের ধীরাই; ময়মনসিংহের ভালুকা এবং কিশোরগঞ্জের কটিয়াদি।
এ উপলক্ষে ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘গণমুখী এই সেবা প্রদানের অনুমতি দেয়ায় আমরা বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জানাই। এ সেবা ব্যাংকিং সুবিধার বাইরে থাকা গ্রামাঞ্চলের মানুষদেরকে দেশের অর্থনীতির মূলস্রোতে নিয়ে আসতে সহায়ক ভূমিকা পালন করবে।’