স্টাফ রিপোর্টার : দেশের উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেসব পরিকল্পনা করেছিলেন তা কারো কাছে থাকলে গ্রন্থ আকারে সেসব তথ্য প্রকাশ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে মন্ত্রিপরিষদ সচিব হোসেন তৌফিক ইমাম রচিত ‘বাংলাদেশ সরকার ১৯৭১-৭৫’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনাদের অনেকেই আছেন- যারা এ ধরনের তথ্য জানেন। যদি এ ধরনের তথ্যবহুল বই রচনা করে নতুন প্রজন্মের সামনে তুলে ধরেন, তাহলে দেশের মানুষ প্রকৃত ইতিহাস জানতে পারবে।
তিনি বলেন, শত বছর পরেও কেউ ইতিহাস জানতে চাইলে, তাদের সেই আকাঙ্ক্ষা মেটাবে এই বই। বইটিতে অনেক তথ্য সরবরাহ করা হয়েছে।
বাংলাদেশের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, আপনারা কল্পনাও করতে পারবেন না। কতো অল্প সময়ে তিনি (বঙ্গবন্ধু) কতো কাজ করেছেন। একদিকে স্বাধীনতাবিরোধী ও আল্ট্রা লেফটিস্টদের বিপ্লব মোকাবেলা করা। অন্যদিকে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলতে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলা।
দেশ গঠনে বঙ্গবন্ধুর বিভিন্ন পদক্ষেপের কথা এই বইয়ে উঠে আসায় নিজের এই উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি।
‘বাংলাদেশ সরকার ১৯৭১-৭৫’ বইটির কিছু অংশ পাঠ করেন তারানা হালিম। অনুষ্ঠানে সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ কবিতাটি আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর ও সংগীত পরিবেশন করেন দিলবাহার খান।
অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, রাজনীতিবিদ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং লেখকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।