ব্রেকিং নিউজ
Home | খেলাধূলা | দেশি-বিদেশি একঝাঁক তারকা নিয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে কুমিল্লাবাসী

দেশি-বিদেশি একঝাঁক তারকা নিয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে কুমিল্লাবাসী

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে দুর্দান্ত দল গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। টিম কম্বিনেশন বজায় রেখে দেশি-বিদেশি একঝাঁক তারকা নিয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে কুমিল্লাবাসী। এ বছর ফ্রান্সাইজিগুলোর মধ্যে অন্যতম ফেভারিট দল তামিম ইকবালের কুমিল্লা।

গেল আসরে বেশ বাজে পারফর্ম করায় ষষ্ঠ হয়ে বিদায় নিতে হয় কুমিল্লাকে। বিশেষ করে, দলনেতা মাশরাফির চাওয়া অনুযায়ী ক্রিকেটার না কেনা, টানা হারের কারণে টিম হোটেল ছেড়ে বাসায় চলে যাওয়ার আলোচনা ছিল সমর্থকদের মুখে মুখে। এবার সে সব স্মৃতি ভুলে নতুন উদ্যমে শুরু করতে চাচ্ছে কুমিল্লা।

এ বছর বেশ শক্তিশালী ব্যাটিং লাইন গড়েছে কুমিল্লা। স্কোয়াডে আছেন বাংলাদেশে দলের তিনজন টপ অর্ডার ব্যাটসম্যান-তামিম ইকবাল, ইমরুল কায়েস এবং লিটন দাস। বিদেশী তারকা ব্যাটসম্যানদের মধ্যে বছরজুড়ে ফর্মে থাকা ফখর জামান, জস বাটলার ও কলিন মুনরো। মিডল অর্ডারের দায়িত্ব থাকবে মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো এবং শোয়েব মালিকের ওপর। এ ছাড়া রয়েছেন ডোয়াইন ব্রাভো এবং মোহাম্মদ নবীর মতো অলরাউন্ডার।

বোলিং আক্রমণে আরও ধারালো কুমিল্লা। দলে আছে ওয়ানডের নাম্বার ওয়ান পেসার হাসান আলী। পাক তরুণ বোলার ফাহিম আশরাফ, জিম্বাবুয়ের ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার সলোমন মিরে এবং টাইগার পেসার আল আমিন হোসেন। ঘূর্ণি বলে তাক লাগাতে পারেন রশিদ খান। তাকে সঙ্গ দেবেন বাংলাদেশের আরাফাত সানি।

মূল প্লেয়ার

দুর্দান্ত ফর্মে আছেন রশিদ খান। টি-টোয়েন্টিতে প্রতিপক্ষের জন্য ত্রাস হয়ে দাঁড়াতে পারেন রশিদ। তার জ্বলে উঠার দিনে ম্লান হতে পারে প্রতিপক্ষের জয়ের আশা। ইতোমধ্যে চার-ছক্কার এই ফরম্যাটে নিজের শক্তিমত্তার জানান দিয়েছেন রশিদ। এখন পর্যন্ত ৬৮ উইকেট ঝুলিতে পুরেছেন এই আফগান স্পিনার।

প্রধান কোচ

মোহাম্মদ সালাউদ্দিন

স্কোয়াড

দেশি: তামিম ইকবাল (আইকন), ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফুদ্দিন, আল আমিন জুনিয়র, আরাফাত সানী, অলক কাপালি, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, এনামুল হক, রকিবুল হাসান।

বিদেশি: মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, জস বাটলার, হাসান আলী, ডোয়াইন ব্রাভো ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র, শোয়েব মালিক, ফখর জামান, জস বাটলার, কলিন মুনরো, মোহাম্মদ নবী, রশিদ খান, সলোমন মিরে, রুম্মন রইস, গ্রেম ক্রেমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

চীনে কমেছে শিশু জন্মহার

ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের জনসংখ্যা বৃদ্ধির হার গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ...

করোনায় ১০ জনের মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত‌্যু হয়েছে। এ ...