মো: বুরহান উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি : হিন্দু ধর্ম,শাস্ত্র ও স্বার্থ বিরোধী দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা আইন ২০১৩ বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে । আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ হিন্দু মহাজোট সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের কালীবাড়ি মন্দির প্রাঙ্গন থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর নিকট স্মারক লিপি প্রদান শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এক পথসভা অনুষ্ঠিত হয় । বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার আহবায়ক বিনোদ রঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও কানন বন্ধু রায়ের উপস্থাপনায় পথসভায় বক্তব্যে রাখেন, বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার সদস্য সচিব এডঃ প্রসেঞ্জিৎ দে,শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি র্ধূজুটি কুমার বসু,সাধারন সম্পাদক বিজয় তালুকদার বিজু, জেলা জন্মাষ্টমী উগযাপন পরিষদের সভাপতি জয়ন্ত রায়,সাধারন সম্পাদক সরুজ চক্রবর্তী,মাইনরিটি ওয়াচের সভাপতি নিহারেন্দু দেব নান্টু,সাধারন সম্পাদক কাজল চন্দ্র দেব,লোকনাথ সেবা সংঘের সভাপতি শংকর বণিক,মতিলাল চন্দ,শ্রী শ্রী নৃসিংহ দেব পূজাঁ কমিটির সভাপতি গৌরাংঙ্গ চক্রবর্তী, প্রভুপাদ শ্রী শ্রী বিশ্বরুপ গোস্বামী, জন্মতিথি উদযাপন কমিটির সম্পাদক করুনাময় দে,শ্রীশ্রী অনকুল ঠাকুরের আশ্রমের পক্ষে করুনা তালুকদার,বকুল তালুকদার। এছাড়া ও বক্তব্যে রাখেন মতিলাল ধর,অজয় ভট্রাচার্য্য,বিজয় চৌধুরী বাবুল,বিকাশ রঞ্জন চৌধুরী ভানু,জেলা পূজাঁ উদযাপন পরিষদের সহ সভাপতি রমেন্দ্র কুমার দে মিন্টু, সুভাষ রায়,বিকাশ কান্তি দে বাবুল,সমির দেবরায়, রনজিৎ চৌধুরী রাজন,দক্ষিন সুনামগঞ্জ উপজেলা পূজাঁ উদযাপন পরিষদের সভাপতি দিলীপ তালুকদার,উপজেলা কমিউনিটি নেতা রবিন্দ্র তালুকদার,সমিরন দাস। মিছিলে ব্যানার সহকারে আরো উপস্থিত ছিলেন দক্ষিন সুনামগঞ্জের পাথারিয়া রাধামাধব জিউর মন্দির কমিটি,জেলা লোকনাথ সেবা সংঘ,জেলা মঠ মন্দির দেবোত্তর সম্পত্তি রক্ষা জাতীয় কমিটি(ইস্কন),বিশ্বম্ভরপুর উপজেলা হিন্দু মহজোট শাখা কমিটির নেতৃবৃন্দরা।
Home | সারা দেশ | দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা আইন বাতিলের দাবীতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছেন সুনামগঞ্জ জেলা হিন্দু মহাজোট নেতৃবৃন্দরা