প্রযুক্তি ডেস্ক : ভাঁজযোগ্য ডিসপ্লে নিয়ে আসছে স্যামসাং ফ্ল্যাগশিপ, এ খবর নতুন নয়। কিন্তু ভাঁজযোগ্য ডিসপ্লে কেনইবা তৈরি হচ্ছে, বা সেটি দেখতে কেমন হতে পারে তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। স্মার্টফোন নামটিই আজ যেন ভুল হতে চলেছে।
এ ডিভাইসগুলো শুরুতে পকেটে বহনযোগ্য কম্পিউটার, তার পর মাল্টিমিডিয়া ডিভাইস, সবশেষে ফোন, এমন পর্যায় চলে এসেছে। অতএব ডিসপ্লের সাইজ আর ৫ বা ৫ দশমিক ৫ ইঞ্চিতে চলছে না, ব্যবহারকারীরা চাচ্ছেন আসলে ট্যাবলেট পকেটে নিয়ে চলাফেরা করতে। ভাঁজযোগ্য ডিসপ্লে হলে ট্যাবলেট সাইজের ডিসপ্লে ভাঁজ করে রেখে দেয়া যাবে পকেটেই।
নতুন ডিজাইন স্যামসাংয়ের টিকে থাকার জন্য জরুরী হয়ে গেছে। এ বছরের ফ্ল্যাগশিপ ফোনগুলো স্যামসাং তেমন বিক্রি করতে না পারায় আগামী বছরের শুরুতেই তারা বাজারে বড় নাড়া দিতে ভাঁজযোগ্য ডিসপ্লের ফোন আনবে। তার নাম দেয়া হতে পারে ‘গ্যালাক্সি ভি’।
ফোনটির একটি কনসেপ্ট রেন্ডার ওপরে দেয়া হয়েছে। ফোনটি মাঝখান থেকে ভাঁজ করা যাবে, থাকবে না কোনও বেজেল। তবে নচ থাকার সম্ভাবনা নেই। স্পেসিফিকেশনও হবে ফ্ল্যাগশিপ দামের সঙ্গে মানানসই।