ব্রেকিং নিউজ
Home | জাতীয় | দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজধানীতে সহিংসতার কোনো আশঙ্কা নেই :ডিএমপি কমিশনার

দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজধানীতে সহিংসতার কোনো আশঙ্কা নেই :ডিএমপি কমিশনার

স্টাফ রির্পোটার : হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজধানীতে সহিংসতা কিংবা হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি বলেছেন, পূজায় রাজধানীতে হামলার কোনো আশঙ্কা নেই। তবুও সবগুলো পুলিশ লাইনের পাশাপাশি আলাদা পুলিশ ফোর্সও প্রস্তুত আছে। বিশেষ করে ভিভিআইপিরা যেসব মন্দিরে যাবেন, সেখানে ডগ স্কোয়াড ও মাইন ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে এসব কথা বলেন তিনি।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেন, ‘ভিভিআইপিরা যেসব মন্দিরে যাবেন, সেখানে ডগ স্কোয়াড ও মাইন ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে। পূজা উপলক্ষে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা করবে ডিএমপি। মন্ডপে স্বেচ্ছাসেবকরা বিশেষ ‘আর্মব্যান্ড’ পড়ে থাকবে। যেসব মন্দিরের পাশে মেলা বসবে তা সংক্ষিপ্ত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।’

শফিকুল ইসলাম বলেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো সহিংস বা হামলার আশঙ্কা নেই। ঝুঁকিপূর্ণ কোনো মণ্ডপের তথ্য আমরা পাইনি। তবুও সবগুলো পুলিশ লাইন প্রস্তুত রয়েছে। আলাদা করে পুলিশ ফোর্সও রেডি থাকবে। কোনো হামলার আশঙ্কা যদিও নেই, তবে হামলা হলে যথেষ্ট প্রস্তুতি আমাদের রয়েছে।’

ঢাকা মহানগরীতে এবার ২৩৭টি পূজা অনুষ্ঠিত হবে। যার মধ্যে চারটি পারিবারিক। ২৩৩টি পূজা মণ্ডপের মধ্যে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন, বনানী ও কলবাগানের সার্বজনীন দুর্গাপূজাকে ‘বিশেষ শ্রেণি’ভুক্ত করা হয়েছে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘সিদ্ধেশ্বরী কালীবাড়ি, রমনা কালীবাড়ি, বসুন্ধরা সার্বজনীন দুর্গাপূজা, উত্তরা ও কৃষিবিদ ইন্সটিটিউটের পূজাকে ‘বৃহত্তম’ শ্রেণিতে রেখেছে ডিএমপি।

এছাড়া রাজধানীতে ৮৬টি পূজা মণ্ডপকে দুই তারকা বিশিষ্ট, ৭৭টি মণ্ডপকে এক তারকা বিশিষ্ট, ৬১টি মণ্ডপকে সাধারণ ক্যাটাগরিতে রেখেছে ডিএমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মগড়া নদীর ভাঙ্গনে বিলীনের পথে বেশ কয়েকটি পরিবারের বসত ভিটে ও ঘরবাড়ি

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন পৌর সদরের ১,২,৩,৮ ও ৯নং ...

মদনে দাতা সদস্যের স্বাক্ষর জালিয়াতি করে কমিটি গঠনের অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন উপজেলার বালালী বাঘমারা খন্দকার আব্দুর ...