ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | দুই ম্যানচেস্টার নামছে শিরোপা জয়ের পথে

দুই ম্যানচেস্টার নামছে শিরোপা জয়ের পথে

স্টাফ রিপোর্টার, ১৬ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে বেশ ভালোভাবেই রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে শিরোপা অক্ষুণ্ন রাখার মিশনে বেশ পিছিয়ে পড়েছে ম্যান ইউ’রনগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। কারণ দু’দলের পয়েন্টে ব্যবধান ১২।তারপরও, শিরোপা জয়ের পথেই হাঁটার লক্ষ্য নিয়ে নিজ নিজ ম্যাচে শনিবার মাঠেনামছে দুই ম্যানচেস্টার। এছাড়া জয়ের ধারা অব্যাহত রাখতে মাঠে নামবে আরেক বড়ক্লাব লিভারপুলও।

পয়েন্ট সমান হবার পরও গোল গড়ে পিছিয়ে পড়ার কারণে ২০১১-১২ মৌসুমে শিরোপা জয়করা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। সেই ক্ষতটা এখনো পীড়া দেয় তাদের।এজন্যই ২০১২-১৩ মৌসুমের শুরু থেকেই শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েই মাঠেনামে ম্যান ইউ। পয়েন্ট টেবিলের বর্তমান পরিস্থিতি তেমনই ইঙ্গিত দিচ্ছে।২৮ খেলায় অংশ নিয়ে ৭১ পয়েন্ট নিয়ে এককভাবেই টেবিলের শীর্ষে রয়েছে ম্যানইউ। শিরোপা জয়ের সঠিক পথেই রয়েছে তারা।  শিরোপার আরও কাছে পৌঁছানোর লক্ষ্যনিয়েই নিজেদের ২৯তম ম্যাচ খেলতে নামছে স্যার অ্যালেক্স ফার্গুসনেরশিষ্যরা।নিজেদের মাঠে পয়েন্ট টেবিলের তলানির দল রিডিং-এর বিপক্ষে খেলতে নামছেম্যান ইউ। ২৯ খেলায় ২৩ পয়েন্ট অ্যাকাউন্টে নিয়ে টেবিলের ১৯তম স্থানেই রয়েছেরিডিং। তাই এ ম্যাচে ফেভারিট ম্যান ইউ। তবে ফেভারিটের তকমা গায়ে না এঁটেজয়ের স্বাদ পেতে চান ফার্গুসন।তিনি বলেছেন, “পয়েন্টের দিক দিয়ে বেশ এগিয়ে আমরা। তাই চাই পয়েন্টেরব্যবধানটা অব্যাহত রাখতে। এজন্য আমাদের জয়ের ধারাটা অব্যাহত রাখতে হবে।রিডিং কিছুটা দুর্বল, তবে সেই হিসাব না কষে মাঠে আমরা খুব সর্তকভাবে খেলতেনামবো। কারণ প্রথম পর্বে জয় পেতে বেশ কষ্টই করতে হয়েছে আমাদের।”

প্রথম পর্বে এই দু’দলের ম্যাচটি বেশ উত্তেজনাই ছড়িয়েছিল। তবে শেষপর্যন্ত৪-৩ গোলের জয় নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেই মাঠ ছাড়ে ম্যান ইউ।শিরোপা জয়ের পথে বেশ শক্তপোক্তভাবেই টিকে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।কিন্তু শিরোপা অক্ষুণ্ন রাখার পথে বেশ পিছিয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি।তবুও সহজে শিরোপা হাতছাড়া না করে শেষ অবধি লড়াইটা চালিয়ে যেতে চায় তারা।এভারটনের বিপক্ষে ম্যাচের আগে এমনি হুমকি দিলেন ম্যান সিটির মিডফিল্ডারগাইল ক্লিচি- “যদি পয়েন্ট টেবিলের দিকে তাকানো হয় তবে দেখা যাবে- গেলমৌসুমে ছয় ম্যাচ হাতে রেখে ৮ পয়েন্টে পিছিয়ে ছিলাম আমরা। তারপরও শেষপর্যন্ত শিরোপা জিতেছিলাম। আর এবার ১০ ম্যাচ হাতে রেখে ১২ পয়েন্টে পিছিয়েরয়েছি আমরা। যদি ম্যান ইউ কয়েকটা ম্যাচে খারাপ খেলে তবেই আমরা শিরোপা জয়েরসুযোগ পাবো। কিন্তু আমাদের জয়ের ধারাটা অব্যাহত রাখতে হবে। এটা এখন আমাদেরমূল লক্ষ্য।”

দুই ম্যানচেস্টারের ম্যাচের দিন মাঠে নামছে আরেক বড় ক্লাব লিভারপুল।শিরোপা জয়ের দৌড় থেকে অনেক আগেই ছিটকে পড়েছে তারা। তারপরও ভালো অবস্থায়থেকে লীগ শেষ করার ইচ্ছা তাদের। ২৯ খেলায় ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলেরষষ্ঠস্থানে রয়েছে লিভারপুল। প্রতিপক্ষ সাউদাম্পটন ২৯ ম্যাচে অংশ নিয়ে ২৮পয়েন্ট সংগ্রহ করেছে। ফলে পয়েন্ট টেবিলের তাদের অবস্থান ১৬তম।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...