স্টাফ রিপোর্টার, ১৫ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : গাজীপুর ও ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় নারী ও দুই স্কুলছাত্রসহ ৫ জন নিহত হয়েছেন। এতে আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাতলী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় টেম্পু চালক ও নারীসহ তিনজন এবং ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলমপুরে ট্রাকটরের চাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-
গাজীপুর: ভোরে কালিয়াকৈর উপজেলার সোনাতলী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী টেম্পু চূর্ণ-বিচূর্ণ হয়ে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অপর দুইজন।
নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার ডুবাইল এলাকার আসানের ছেলে টেম্পু চালক রিপন ও একই এলাকার খুইসার ছেলে বিদ্যা। এ সময় আনুমানিক ৩০ বছরের এক নারীও মারা যান। তার নাম পরিচয় জানা যায় নি।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টায় যাত্রীবাহী টেম্পু সোনাতলী রেলক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপেস ট্রেন ধাক্কা দেয়। এ সময় টেম্পুটি চূর্ণ বিচূর্ণ হয়ে চালকসহ দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অপর যাত্রী আহত হন।
পরে আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, রেলক্রসিংয়ের দায়িত্ব থাকা গেইটম্যান ট্রেন আসার সময় সিগন্যাল না ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে ।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই ) জাহিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ঝিনাইদহ: শুক্রবার সকাল ১০টার দিকে মহেশপুরের আলমপুর এলাকায় মাটিভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আরিফুল (৯) ও হৃদয় (৯) নামে দুই স্কুলছাত্র নিহত হয়েছে।
নিহত আরিফুল আলমপুর গ্রামের আলী আজমের ছেলে ও হৃদয় একই এলাকার আমান উল্লাহর ছেলে।
দুইজনই আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে আরিফুল ও হৃদয় প্রাইভেট পড়ে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় আলমপুর থেকে মাটিভর্তি ট্রাক্টর কোটচাঁদপুর শহরে যাওয়ার সময় ঘটনাস্থলে দুইজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর চালক ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ নিহত দুই ছাত্রের লাশ উদ্ধার করে মহেশপুর থানায় নিয়ে যায়।