Home | বিনোদন | বলিউড | দীপিকা-রণবীরের ‘রামলীলা’ নিয়ে গুঞ্জন

দীপিকা-রণবীরের ‘রামলীলা’ নিয়ে গুঞ্জন

ranabirবিনোদন ডেস্ক : কয়েকদিন আগেই সঞ্জয় লীলা বানসালির ‘রামলীলা’এর ট্রেইলার মুক্তি পেয়েছে। আর এ নিয়ে এরই মধ্যে বলিউডে গুঞ্জন শুরু হয়ে গেছে। এই ছবির মাধ্যমে আর্বিভূত হওয়া নতুন জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং সবার কথার মধ্যবিন্দুতে পরিণত হয়েছে।

 

বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন সোশ্যাল নেটওয়ার্ক সাইট টুইটারে বলেছেন, ‘রামলীলার ট্রেইলার দেখলাম…. অসাধারণ! রং, অনুরাগ, দীপিকা…!!’

 

ফারাহ খান বলেছেন, রামলীলার ট্রেইলার অসাধারণ। দীপিকাকে খুবই চমৎকার লেগেছে; দীপিকা ও রণবীরের রসায়ন অনেক ভাল। এই ছবি সঞ্জয়ের আগের ছবি হাম দিল দে চুকে সনম ও দেবদাসের স্মৃতি আবার ফিরিয়ে আনবে।

 

আর বানসালিও এই প্রতিক্রিয়ায় খুশি। তিনি বলেন, এই ছবি আমার হৃদয়ের খুব কাছের আর এর ট্রেইলার দেখার পর খুবই আন্তরিকপূর্ণ ও অভিভূত প্রতিক্রিয়া পাওয়া গেছে।

 

গুজরাটে এই ছবির শুটিং করা হয়েছে। নাচে গানে ভরপুর ‘রামলীলা’ একটি অবাধ্য প্রেমের ছবি। রামলীলা প্রযোজনা করেছে ইরোস ইন্টারন্যাশনাল । ছবিটি মুক্তি পাবে নভেম্বরের ১৫ তারিখে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

‘মান্টো’র নিষেধাজ্ঞায় শোকে কাতর পাকিস্তানি শিল্পী

বিনোদন ডেস্ক : বলিউডের খ্যাতিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত ‘মান্টো’ ছবির মুক্তির ...

দীপবীরের বিয়ে হলো

বিনোদন ডেস্ক : দীর্ঘদিনের সব জল্পনা-কল্পনা শেষে ইতালিতে গাঁটছড়া বাঁধলেন বলিউড সুপারস্টার রণবীর সিং ও ...