স্টাফ রিপোর্টার, ১১ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : দিল্লী গনধর্ষণ মামলার প্রধান আসামি রাম সিং সোমবার ভোরে তিহার জেলে আত্মহত্যা করেছে।
তার লাশ দিল্লীর দীন দয়াল উপধ্যায়া হাসপাতালে নেয়া হয়েছে বলে কারা কর্মকর্তারা জানিয়েছেন।
স্থানীয় সময় ভোর পাঁচটায় তিহার জেলের তিন নম্বর সেলে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে রাম সিং ।
বাসচালক রাম সিং ও তার পাঁচ সহযোগীর বিরুদ্ধে দিল্লীর এক মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছিলো।
এদের মধ্যে এক আসামি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার বিচার চলছে কিশোর আদালতে।
সোমবার জেল কর্তপক্ষ জানান, অভিযুক্ত পাঁচ আসামি কথাবার্তা বন্ধ করে দেওয়ার পর তাদের ওপর কড়া নজরদারিতে রাখা হয়েছিলো।
সিংয়ের আইনজীবী ভি কে আনন্দ গত জানুয়ারি মাসে মামলাটি উত্তর প্রদেশ থেকে স্থানান্তরিত করার জন্য আদালতে পিটিশন করেছিলেন।
উল্লেখ্য,গত ১৬ ডিসেম্বর দিল্লীতে এক বাসে ২৩ বছরের মেডিকেল ছাত্রী আমানাতকে ( ছদ্ম নাম) বাস চালক রাম সিং ও তার পাঁচ সহযোগী মিলে ধর্ষন করে।
এরপর তাকে হত্যার উদ্দেশ্যে বাস থেকে ছুঁড়ে ফেলে দেয় তারা।
গত ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের এক হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায় আমানাত।
এ ঘটনার প্রতিবাদে গোটা ভারত জুড়ে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিলো।