জুবের সরদার দিগন্ত, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন প্রবাসী কমিউনিটি নেতা সামছুল হক চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে দিরাই প্রেসকাবে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, সমাজ সেবার অঙ্গনে মানুষের আর্থসামাজিক উন্ন্য়নে আমি ছাত্র থাকাকালীন সময় থেকে সুদীর্ঘ ২৭ বছর মানুষের কল্যাণে নিরলসভাবে দেশে এবং প্রবাসে কাজ করছি, সমাজের সর্বস্তরের মানুষের সাথে আমার উন্নয়ন সু-নিবিড় সম্পর্ক রয়েছে, জনগণের প্রবল আগ্রহের কারনেই আমি নির্বাচন করতে চাই, এলাকার এবং দেশের মানুষের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই, সেই জন্য প্রয়োজন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করা। তিনি অবহেলিত ভাটি অঞ্চলের শিা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, যোগাযোগসহ সর্বত্র বেহালদশার কথা উল্লেখ করে বলেন, আমাদের জনপ্রতিনিধিরা নিজের ভাগ্যের উন্নয়ন করলেও এলাকার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন নি। তিনি নিজেকে আওমীলীগের অনুসারি দাবি করে বলেন, ছাত্র জীবনে এমসি কলেজ ছাত্রলীগের সদস্যসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছি, আমি আওয়ামীলীগ থেকে মনোনয়ন চাইব। সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক মিয়া চৌধুরী, আলমগীর হেসেন, সুনিল দাস, শিজিল মিয়া চৌধুরী, আব্দুল আমিন প্রমুখ।
Home | রাজনীতি | দিরাইয়ে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সামছুল হক চৌধুরী