জুবের সরদার দিগন্ত, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দিরাইয়ে এই প্রথম বারের মতো অনুষ্টিত হলো নারীদের স্বতস্ফুর্ত অংশ গ্রহনে উন্মোক্ত সংলাপ। “নারীর অগ্রযাত্রা” ধর্মীয় মুল্যবোধ ও আচার-অনুষ্ঠান পালনের েেত্র বাধা নয় বরং সম্পুরক এ প্রতিপাদ্য নিয়ে বুধবার দিনব্যাপী উপজেলা গনমিলনায়তনে সংলাপে নারীরা বলেন, দারিদ্রতা, গ্রাম্য কু-সংস্কার ও শিার অভাবেই আমরা অধিকার আদায়ে অনেক সময় ব্যর্থ হই যা শিা ও সচেতনতার মাধ্যমে আদায় করে নেয়া সম্ভব। সংলাপে স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, আজ বৃষ্টির দিনে ভাটি অঞ্চলের বিভিন্ন শ্রেণী-পেশার হল ভর্তি নারীর অংশ গ্রহনই প্রমান করে তারা তাদের অধিকার আদায়ে কতটা সোচ্চার।
অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার অলিউর রহমান। সংলাপে প্রর্দশিত হয় কুসুমের আত্মকথা নামক প্রামান্য চলচিত্র। নারীর আর্থিক মতায়ণ, নারী শিা, স্বাস্থ্য, দারিদ্র বিমোচন, জেন্ডার ভিত্তিক বাজেট প্রনয়ন ও জেন্ডার বিষয়ক বৈষম্য দুরীকরনসহ নারী উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ শফিকুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অসীম সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুল হক, সরমঙ্গল ইউনিয়ন পরিষদের সচিব শ্যামলী রানী চৌধুরী, কেয়ার বাংলাদেশের বিলকিস আক্তার, ব্র্যাকের শারমিন আক্তার, শিকিা জোমানা বেগম, দিপিকা দাস, মৌসুমি আক্তার, সোমা পাল, দিপালী বর্মণসহ অর্ধ শতাধিক বিভিন্ন পেশাজীবি নারী। উপজেলা প্রশাসন এ সংলাপের আয়োজন করে।