ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : বীরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ও মরিচা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ অজিবুল (৪০) বাদী হয়ে আদালতে পৃথক পৃথক ২টি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে প্রকাশ, জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল নিজ ক্ষমতার অপব্যবহার করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে বঙ্গবন্ধু আদর্শ কলেজের নাম মুছে দিয়ে এম.এস গোপাল মডেল কলেজ ও বঙ্গবন্ধু ছবি সম্বলিত সাইন বোর্ডটি কলেজের বাথ রুমে রাখার অপরাধে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের বিরুদ্ধে আদালতে ৫০০/৫০১ ও জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন ২০০১ এর ৪ ধারায় অভিযোগ দায়ের করেছেন গতকাল ২৭শে সেপ্টেম্বর বুধবার দুপুরে দিনাজপুর জেলা বিজ্ঞ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-২ । এ ব্যাপারে দিনাজপুর ০১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের সঙ্গে অনেক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।