মাহিদুল ইসলাম রিপন, দিনাজপুর প্রতিনিধি, ৮ মার্চ, বিডিটুডে ২৪ডটকম ঃ দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন ‘জেইউডি’র দ্বি-বার্ষিক নির্বাহী পরিষদের ৮টি পদের জন্য ১৪টি মনোনয়ন পত্র জমা পড়েছে।
গতকাল ৭ই মার্চ ছিল সাংবাদিক ইউনিয়নের আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনের মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন। নিমতলা প্রেসকাব ভবনে বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান এডিশনাল পিপি এ্যাড. মো. হাসনে ইমাম নয়ন এবং ২ সদস্য এ্যাড. এ,এইচ, এম শোয়েব ও এ্যাড. সিরাজুল ইসলাম মনোনয়ন পত্র গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।
১টি সভাপতি পদের জন্য আবদুর রহমান, মো. ওয়াহেদুল আলম আর্টিষ্ট, ১টি সহ-সভাপতি পদের জন্য নুরুল হুদা দুলাল, ১টি সাধারণ সম্পাদক পদের জন্য এমদাদুল হক মিলন, শাহিন হোসেন, ১টি যুগ্ম সম্পাদক পদের জন্য তোফায়েল আহমেদ জুয়েল, ১টি কোষাধ্য পদের জন্য আবুল কালাম আজাদ মনা, আনিসুল হক জুয়েল, ১টি দপ্তর সম্পাদক পদের জন্য নুর ইসলাম, সৈয়দ ইমরুল কায়েস রুপম ও ২টি সদস্য পদের জন্য মো. ইউসুফ আলী, মনসুর রহমান, আছলামুর রহমান মাহাবুব ও ফারুক হোসেন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আজ ৮ই মার্চ শুক্রবার সন্ধ্যা ৬টায় খসড়া প্রার্থীর তালিকা প্রকাশ, আগামীকাল ৯ই মার্চ প্রার্থীর সম্পর্কে আপত্তি গ্রহণ বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ও বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত প্রার্থীর সম্পর্কে আপত্তি শুনানী অনুষ্ঠিত হবে। আগামী ১১ই মার্চ সোমবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার, ১৩ই মার্চ বুধবার বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং ১৬ই মার্চ শনিবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত প্রেসকাব ভবনে নির্বাচন ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।