মাহিদুল ইসলাম রিপন , দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডর সৈয়দ মোকাদ্দেছ হোসেন বাবলু জেল হাজতে। গত ৭ সেপ্টম্বর দিনাজপুর এলজিইডি ভবনে রংপুর বিভাগীয় জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডরদের মতবিনিময় সভা চলাকালীন সময়ে সংর্ঘষের ঘটনায় জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডর সিদ্দিক গজনবীসহ কয়েকজন আহত হয়। পরে এবিষয়ে একটি মামলা দায়ের করা হয়। যে মামলায় মোকাদ্দেছ হোসেন বাবলু আসামী হওয়ায় মঙ্গলবার ১৭ সেপ্টম্বর বেলা সাড়ে ১১টার সময় দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসর্মপন করলে আদালত তাকে আটক করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।