দিনাজপুর প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে মোট ৫৯টি দাখিলকৃত মনোনয়নপত্রের গৃহিত ৪৮ টি মধ্যে ১১টি বাতিল হয়েছে।
এরমধ্যে আওয়ামী লীগ একটি, বিএনপি ৩টি,জামাতের একটি ও অন্যান্য ৬টি দলের মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানিয়েছে দিনাজপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মাহামুদুল আলম।
রোববার (০২ ডিসেম্বর) বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে একটি প্রেস ব্রিফিং-এ সাংবাদিকদের সামনে এই তথ্য জানিয়েছেন তিনি।
বাতিলকৃতরা হলেন,দিনাজপুর (বীরগঞ্জ-কাহারোল)-১আসনে বিএনপির কাহারোল উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী, জামাতের বীরগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ হানিফ, ওয়ার্কার্স পার্টির আব্দুল হক ও স্বতন্ত্র রনজিৎ মুর্মু ।
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ৮টির মধ্যে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তারা হলেন-স্বতন্ত্র প্রার্থী মোকারম হোসেন ও আওয়ামীলীগের ডা. মানবেন্দ্র রায়।
দিনাজপুর-৩ (সদর) আসনে ৮টির মধ্যে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তারা হলেন-বিএনপির সৈয়দ জাহাঙ্গীর আলম ও রাইসুল ইসলাম।
দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে ৯টির মধ্যে ১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তিনি হলেন-মো. ইউসুফ আলী।
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে কোন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়নি। ৮টির মধ্যে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে ১৩টির মধ্যে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তারা হলেন-মো. আতাউর রহমান ও শাহিনুর আলম মন্ডল।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম জানান, মনোনয়নপত্র বাতিল হওয়া কোন প্রার্থী সংক্ষুব্ধ হলে আগামী ৩ দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন। আপিলে শুনানীর পর তাঁদের মনোনয়নপত্রের ব্যাপারে সিদ্ধান্ত নিবে নির্বাচন কমিশন।