মাহিদুল ইসলাম রিপন, দিনাজপুর প্রতিনিধি, ২ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : দেশ ব্যাপী জাময়াত-শিবিরের নাশকতা মূলক কর্মকান্ডের প্রতিবাদে দিনাজপুর আওয়ামীলী ও সহযোগী সংগঠনের বিােভ মিছিল অনুষ্ঠিত। শনিবার ২ মার্চ বেলা ১২টায় দিনাজপুর জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় বাসুনিয়াপট্রি থেকে ১৪ দলের বিােভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে। ১৪ দলের বিােভ মিছিলটিতে নেতৃত্ব দেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম। এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা আওয়ামীলীগের নেতা ফারুকুজ্জামান মাইকেল, আকতারুজ্জামান বাবলু, দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডর মোকাদ্দেস হোসেন বাবলু, শহর আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, কমিউনিষ্ট পার্টি, ওয়ারর্কাস পাটিসহ ১৪ দলের শরীক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।