মো. আফজাল হোসেন ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : লায়ন্স ক্লাব অব দিনাজপুর কর্তৃক আয়োজিত লায়ন সেবা মাস-২০১৭ কর্মসূচীর আওতায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
১০ অক্টোবর মঙ্গলবার ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন লায়ন্স ভবনের হলরুমে লায়ন সেবা মাস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন লায়ন্স ক্লাব অব দিনাজপুর এর প্রেসিডেন্ট লায়ন জামিল আহমেদ ভোলা। শুভেচ্ছা বক্তব্য রাখেন তৃতীয় ভাইস প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব মোকারম হোসেন খান, লায়ন রেজওয়ান হোসেন চৌধুরী রানা, লায়ন মুক্তার পারভেজ খোকন, সাহারা খানম গিনি, যুগ্ম সম্পাদক লায়ন সাইদুর রহমান ও প্রতিষ্ঠাতা সেক্রেটারী লায়ন আলহাজ্ব এ বি সিদ্দিকী। সার্বিক তত্বাবধানে ছিলেন ক্লাবের এও লায়ন আব্দুস সবুর সরকার। প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করতে গিয়ে ক্লাব প্রেসিডেন্ট জামিল আহমেদ ভোলা বলেন প্রতিবন্ধীরা সমাজে বোঝা নয়। তাদের সঠিক পরিচর্যা করতে পারলে তারাও উন্নয়নে অংশিদার হতে পারে। বিশাল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে ডিজিটাল বাংলদেশ গড়া সম্ভব হবে না। তাই তাদের সহযোগিতার পাশাপাশি দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।