Home | বিবিধ | স্বাস্থ্য | দিনাজপুরে বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল,কৃমিনাশক ট্যাবলেট বিতরন

দিনাজপুরে বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল,কৃমিনাশক ট্যাবলেট বিতরন

মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বেসরকারী উন্নয়ন সংস্থা নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এনডিএফ এর আয়োজনে ও ভিটামিন এন্জেলস এর সহযোগীতায় উপজেলার ২নং পালশা ইউনিয়ন এর বেলওয়া আদিবাসী গ্রাম উন্নয়ন পরিষদ মাঠে বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল,কৃমিনাশক ট্যাবলেট ও মাল্টিভিটামিন গতকাল বিতরন করা হয়।
দাতা সংস্থা ভিটামিন এন্জেলস থেকে প্রাপ্ত মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ ঔসধ সামগ্রী অতিদরিদ্র গর্ভবতী ও দৃগ্ধদানকারী মা এবং ৫ বছবের নীচে শিশুদের মধ্যে বিনামূল্যে বিতরন কর্মসূচীর আওতায় আদিবাসী ২৫জন গর্ভবতী মা এবং ৫০ জন দুগ্ধদানকারী মা কে মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ মাল্টিভিটামিন ক্যাপসুল এবং ০৬ মাস হতে ৫৯ মাস বয়স পর্যন্ত ৩৫জন শিশুকে ভিটামিন ”এ ” ১ লক্ষ ইউনিট,৮৫ জন শিশুকে ভিটামিন ”এ” ২ লক্ষ ইউনিট , ১২০ জন শিশুকে কৃমিনাশক এ্যালবেনডাজল ট্যাবলেট বিনামূল্যে বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঔষধ বিতরন করেন জনাব ডাঃ নুর নেওয়াজ আহমেদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জনাব রহুল আমীন স্বাস্থ্য পরিদর্শক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘোড়াঘাট,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব রণজিৎ কুমার রায় প্রোগ্রাম কো অর্ডিনেটর, নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এনডিএফ,জনাব মেসমাউল সরকার ট্রেনিং এন্ড মণিটরিং অফিসার,জনাব মনোরঞ্জন সাহা প্রোগ্রাম অফিসার,উইলসন সরেন প্রোগ্রাম অফিসার,মাসুদুর রহমান ইউনিট ম্যানেজার,সেমেনী হেমব্রম মাঠ সংগঠক,শংকর বাস্কে সভাপতি বেলওয়া আদিবাসী গাউপ প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

লালমনিরহাটে ৩’শ পিচ সরকারী ইনজেকশন আটক

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রমজান আলীর ...

কোটালীপাড়ায় ঝুঁকিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

গোপালগঞ্জ প্রতিনিধি : যে হাসপাতালে রোগী ভর্তি হন জীবন বাঁচাতে, সেই হাসপাতালের ছাদ ...