মাহিদুল ইসলাম রিপন, দিনাজপুর প্রতিনিধি,১১ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : দিনাজপুরে তোফাজ্জল বাহিনীর হামলায় আহত যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ১১ মার্চ সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবন্থায় বালুয়াডাঙ্গা এলাকার মীর নাসির হোসেনের পুত্র রানা (২৪) এর মৃত্যু হয়।
দিনাজপুরে গত ৩ মার্চ দুপুরে শহরের বালুয়াডাঙ্গা অন্ধ হাফেজ মোড় এলাকায় তোফাজ্জল বাহিনীর সদস্যদের হামলায় গুরুত্বর আহত হয় মীর নাসিরের পুত্র রানা, সাংবাদিক মিজানসহ কয়েজন যুবক। আহত তিনজনকেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকে। রানার মাথায় গুরুত্বর আঘাত পাওয়ায় তার অবস্থা আশঙ্খাজনক হয়। সে ১১ মার্চ সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার মৃত্যুর সংবাদ ছড়ানো মাত্রই শহরে বালুয়াডাঙ্গা, হঠাৎপাড়া, দপ্তরিপাড়াসহ শহর জুড়ে নেমে উত্তেজিত জনতা দল বদ্ধ হয়ে তোফাজ্জল বাহিনীর সদস্যদের হন্য হয়ে খুজছে। দিনাজপুর শহর এখন টান টান উত্তেজনার মধ্যে।