মাহিদুল ইসলাম রিপন, দিনাজপুর প্রতিনিধি, ৩ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : দিনাজপুরে রবিবার ৩ মার্র্চ জামায়াতের ডাকা হরতালের পূর্ব প্রস্তুতি নিয়েছে পুলিশ-বিজিবি ও আনছার বাহিনী। দিনাজপুর শহর ও তার আশপাশ এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবন্থান নিয়েছে। জামায়াতে ইসলামী নেতা দেলোয়ার হোসেন সাঈদীর ফাসির রায়কে কেন্দ্র করে গত কয়েকদিন যাবৎ সারা দেশে যে ভাবে আইনশৃঙ্খলার পরিস্থিতি হয়েছে তা যেন দিনাজপুর শহর ও তার আশপাশ এলকায় না হয় এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর এই প্রস্তুতি। দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনর্চাজ আব্দুল কাদের জিলানী জানান, ৩ মার্চ রবিবার জামায়াতের সকাল-সন্ধা হরতাল চলাকালে দিনাজপুর শহর ও তার আশপাশ এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এমন কোন ঘটনা ঘটতে দেওয়া হবে না যাতে আইন শৃঙ্খলার অবনতি ঘটে। বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি রয়েছে বিজিবি ও আনছার বাহিনী। হরতালকে উপো করে ভোর থেকেই নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শহরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি বহরে টহল দিচ্ছে পুলিশ-বিজিবি ও আনছার বাহিনী। অন্যদিকে জামায়াত-শিবিরের হরতালকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নেওয়া হয়েছে কড় নিরাপত্তার ব্যবস্থা।
Home | আন্তর্জাতিক | দিনাজপুরে জামায়াতের ডাকা হরতালের ১ম দিন শুরুর আগেই বিপুল পরিমান বিজিবি-পুলিশ ও আনছার মোতায়েন