মোঃ আফজাল হেসেন, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশের ঐতিহ্যবাহী সমাজসেবী প্রতিষ্ঠান আসিফ ইকবাল ফাউন্ডেশন-ঢাকা প্রতিবারের মত এবারও বিভিন্ন জেলার স্কুল শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় গত ১৭ অক্টোবর মঙ্গলবার দিনাজপুর ইকবাল হাই স্কুলে ছাত্র-ছাত্রীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক সেলিমা সুলতানা। প্রধান অতিথি হিসেবে বস্ত্র বিতরণ করেন আসিফ ইকবাল ফাউন্ডেশন-ঢাকা’র পক্ষে দিনাজপুর প্রতিনিধি বিশিষ্ট ক্রীড়াবিদ আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইকবাল হাই স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ আহসানুজ্জামান চঞ্চল। প্রধান অতিথির আল-মামুন বলেন, আসিফ ইকবাল ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরন ছাড়াও গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে।