ব্রেকিং নিউজ
Home | জাতীয় | দিদি ইলিশ মাছ আছে, তাড়াতাড়ি আসুন মমতাকে প্রধানমন্ত্রী

দিদি ইলিশ মাছ আছে, তাড়াতাড়ি আসুন মমতাকে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার : ইলিশ মাছ খুব পছন্দ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। সফরে গেলে মমতার জন্য ইলিশ নিতে ভোলেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর দুই দেশের মধ্যে নতুন রুটে ট্রেন উদ্বোধনের সময় মমতাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন ইলিশের কথাই।

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা-কলকাতা রুটে ৫২ বছর পর আবার ট্রেন চালু, ঢাকা-কলকাতা রুটে চলা মৈত্রী এক্সপ্রেসে বহির্গমন ও কাস্টমসের আনুষ্ঠানিকতা দুই প্রান্তে করা এবং ভারতীয় অর্থায়নে দুটি রেল সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় সরকারপ্রধান নরেন্দ্র মোদি।

এই অনুষ্ঠানে কলকাতার হাওড়ায় তার কার্যালয় নবান্ন থেকে সরাসরি যুক্ত হন মমতা বন্দোপাধ্যায়ও। তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। বলেন, ‘দিদি ইলিশ মাছ আছে, তাড়াতাড়ি আসুন।’

প্রধানমন্ত্রীর এই ইলিশের আমন্ত্রণের জবাবে মুচকি হাসেন মমতা। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের ব্যাপক কদর রয়েছে কলকাতায়। তবে সেখাকার নদীতে মাছটি পাওয়া যায় না। সাগরে যা কিছু পাওয়া যায়, তা চাহিদা মেটানোর জন্য যথেষ্ট না। তাই ইলিশের জন্য বাংলাদেশের দিকেই তাকিয়ে থাকে কলকাতা।

পৃথিবীতে যত ইলিশ ধরা পড়ে তার সিংহভাগই উঠে বাংলাদেশের জেলেদের জালে। উৎপাদন বাড়াতে প্রজনন মৌসুমে এই মাছ শিকারে নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে সেই নিষেধাজ্ঞা শেষে এখন বাজারে ইলিশের সরবরাহ প্রচুর। এই অবস্থায় মমতা ইলিশের আমন্ত্রণ কবে গ্রহণ করবেন, সে বিষয়ে এই ভিডিও কনফারেন্সে তিনি কিছু জানাননি।

মমতার আপত্তিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানিবণ্টন মুক্তি আটকে থাকলেও তাকে বুঝাতে চেষ্টা করছে দিল্লি ও ঢাকা। মমতার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্কও বেশ ভালো। শেখ হাসিনা একাধিকবার মমতার জন্য উপহার হিসেবে ইলিশ পাঠিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মদনে সিএনজি অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন উপজেলায় মিশুক, সিএনজি, অটো রিক্সা ...

মদনে হানাদারমুক্ত দিবস পালিত

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা)ঃ নেত্রকোণা মদনে উপজেলা প্রশাসন ও মুক্তিযুদ্ধ সংসদ কমান্ডের ...