স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে সম্পূর্ণ দারিদ্রমুক্ত করতে তার সরকার কাজ করে যাচ্ছে। ১০ বছরে দেশে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা ৫১ শতাংশ থেকে ২৬ শতাংশে নেমে এসেছে।
আর তা সম্ভব হয়েছে দেশবাসির সার্বিক প্রচেষ্টার মধ্য দিয়ে।
তিনি আরও বলেন,মবাংলাদেশ একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত বিশ্ব দেখতে চায় যেখানে প্রতিটি মানুষ সুন্দর ও মর্যাদার জীবন যাপন করতে পারবে।
স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে নিউইয়র্কের ম্যানহাটনে সাউথ-সাউথ নিউজ’র প্রধান কার্যালয়ে দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাউথ-সাউথ অ্যাওয়ার্ড গ্রহণকালে তিনি একথা বলেন।
অ্যাওয়ার্ড হাতে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, এটি আমার নয় দেশবাসির অর্জন।