মো: বুরহান উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সাধারণ স¤পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ বলেছেন আওয়ামী সরকারের সাড়ে ৪ বছরের দূঃশাসনে মানুষ আজ অতিষ্ঠ । তত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টানে দেশের শতকরা ৯০ ভাগ মানুষের মতামতকে উপক্ষো করে এ সরকার আবার ক্ষমতায় যাওয়ার জন্য নিজেরাই ক্ষমতায় থেকে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার নীল নকশা তৈরী করেছে ,যা এ দেশের জনগণ কোনদিন মেনে নেবে না। তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া এ দেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তত্বাবধায়ক সরকার আদায় করা হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারন করেন। শনিবার বিকেলে দক্ষিন সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও জিয়া সমাজ কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা মোঃ ইরান উদ্দিনের সভাপতিত্বে, সিলেট এমসি কলেজের সাবেক ছাত্রদল সহ সভাপতি আতাউল হোসেন ও দরগাপাশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাফর সাদেক লেবুর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির জেলা বিএনপির সহ প্রচার স¤পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান রওশন খান সাগর, বিএনপি নেতা ফখর উদ্দিন কনু শাহ, শরিফ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ স¤পাদক অজিত দাস, জেলা জিয়া সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক সলিব নুর বাচ্চু, জয়কলস ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক মোঃ ইলিয়াছ মিয়া, দরগাপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ স¤পাদক নজমুল হোসেন, বিএনপি নেতা মানিক মিয়া। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম- আহ্বায়ক আবদাল মেম্বার, মতিউর রহমান জায়গীরদার, আওলাদ হোসেন, তোফায়েল আহমদ, সুমন আহমদ, দিদার চৌধুরী, সিরাজ মিয়া, আবুল খয়ের, শাহ জামান, ফারুক আহমদ, উপজেলা জিয়া সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক আবুল কালাম, উপজেলা যুবদল নেতা খোকন মিয়া, জুসেল আহমদ, সাদিক মিয়া, নুরুল ইসলাম হৃদয়, উপজেলা ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক তোফাজ্জল হোসেন কিবরিয়া, ছাত্রদল নেতা রিপন আহমদ, লিটন মিয়া, সোয়েব আহমদ, সুজন উদ্দিন সহ প্রমূখ। সভায় তৃনমূল পর্যায়ের নেতৃবৃন্দরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক আহমদকে সুনামগঞ্জ ৩ আসন থেকে প্রার্থী হিসাবে নির্বাচন করার জন্য বিএনপির চেয়ারপারর্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে দাবী জানান।
Home | সারা দেশ | দক্ষিণ সুনামগঞ্জে কর্মী সমাবেশে তত্বাবধায়ক সরকার ছাড়া নীল নকশার নির্বাচন এ দেশের জনগণ মেনে নেবে না…….মোঃ ফারুক আহমদ