ব্রেকিং নিউজ
Home | খেলাধূলা | দক্ষিণ আফ্রিকার কাছে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হার বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকার কাছে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকার কাছে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ। পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার দেয়া ৪২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯০ রানেই গুটিয়ে যায় টাইগাররা।

সাদা পোশাকে এর আগে বাংলাদেশের সর্বনিম্ন সংগ্রহটা ছিল ৬২ রান, শ্রীলঙ্কার বিপক্ষে। এই হারে পঞ্চম সর্বনিম্ন রানের রেকর্ডে নাম লেখালেন মুশফিক-তামিমরা। আর সাউথ আফ্রিকার বিপক্ষে এটাই বাংলাদেশের সর্বনিম্ন ইনিংস। ২০০৭ সালের পর আবারও এত অল্প রানে গুটিয়ে যাওয়ার নজির গড়ল অতিথিরা।

বাংলাদেশের আশার ভেলা ডুবাতে মূল কাজটা করেছেন প্রোটিয়াদের দুই বোলার তরুণ তুর্কী কাগিসো রাবাদা এবং মহারাজ। রাবাদা ৩টি, মহারাজ নিয়েছেন সর্বোচ্চ ৪টি উইকেট। ২টি উইকেট ঝুলিতে পুরেছেন মরনে মরকেল।

এর আগে রবিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের দুই উইকেট খেয়ে পেলেন মরনে মরকেল। নো বলের কারণে বেঁচে যান মুশফিক। রানের খাতা খোলার আগেই তামিম-মুমিনুলকে বিদায় করেন মরকেল। অবশ্য মুমিনুলের আউট নিয়ে রয়েছে বিতর্ক। আম্পায়ার আউট দিলেও টিভি রিপ্লেতে পরিষ্কারভাবে দেখা যায় সেটা নট আউট। আর ৩২ রান করে ফিরে যান ইমরুল।

৩ উইকেটে ৪৯ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে বাংলাদেশ। নেমেই রাবাদা ছোবল। টপাটপ তিন ব্যাটসম্যান- মুশফিকুর রহিম (১৬), মাহমুদউল্লাহ রিয়াদ (৯) এবং লিটন দাসকে (৪) বিদায় করেন। একপাশ থেকে মেহেদী হাসান মিরাজ খানিকক্ষণ লড়াই চালান। তাতে অবশ্য বেশিদূর যেতে পারেননি। ৯০ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। মিরাজের ব্যাট থেকে এসেছে ১৫* রান।

১ম ইনিংসে ৩ উইকেটে ৪৯৬ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে ৩২০ রানেই অলআউট বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট খুইয়ে ২৪৭ রান করে স্বাগতিকরা। যার সুবাদে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪২৪ রান।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৪৬ ওভারে ৪৯৬/৩(এলগার ১৯৯, মার্করাম ৯৭, আমলা ১৩৭, বাভুমা ৩১*, ডু প্লেসি ২৬*; মোস্তাফিজ ১/৯৮, শফিউল ১/৭৪, মিরাজ ০/১৭৮, তাসকিন ০/৮৮, মাহমুদউল্লাহ ০/২৪, মুমিনুল ০/১৫, সাব্বির ০/১৫)।

বাংলাদেশ ১ম ইনিংস: ৮৯.১ ওভারে ৩২০ (মুমিনুল ৭৭, তামিম ৩৯, মাহমুদউল্লাহ ৬৬, সাব্বির ৩০, মিরাজ ৮, তাসকিন ১, শফিউল ২, মোস্তাফিজ ১০*; মর্কেল ২/৫১, রাবাদা ২/৮৪, মহারাজ ৩/৯২, অলিভিয়ের ১/৫২, ফেলুকওয়ায়ো ১/১৮, মার্করাম ০/১৩)।

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৫৬ ওভারে ২৪৭/৬ (মার্করাম ১৫, এলগার ১৮,  আমলা ২৮, বাভুমা ৭১, ডু প্লেসি ৮১, ডি কক ৮, ফেলুকওয়ায়ো ৬*, মহারাজ ২৮* ;মিরাজ ০/৬৯, শফিউল ১/৪৬,  মোস্তাফিজ ২/৩০,  তাসকিন ০/২৯)।

বাংলাদেশ ২য় ইনিংস: ৩২.৪ ওভারে ৯০ (মুমিনুল ০, তামিম ০, মাহমুদউল্লাহ ৯, সাব্বির ৪, মিরাজ ১৫*, তাসকিন ৪, শফিউল ২, মোস্তাফিজ ১; মর্কেল ২/১৯, রাবাদা ৩/৩৩, মহারাজ ৪/২৫, অলিভিয়ের ০/১২)।

ফল: ৩৩৩ রানে হারল বাংলাদেশ।

সিরিজ: ১-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

চীনে কমেছে শিশু জন্মহার

ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের জনসংখ্যা বৃদ্ধির হার গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ...

করোনায় ১০ জনের মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত‌্যু হয়েছে। এ ...