ব্রেকিং নিউজ
Home | খেলাধূলা | থিম্পুতে আজ শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ

থিম্পুতে আজ শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : থিম্পুতে আজ শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে আজ দিনের প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়। আজ টুর্নামেন্টের শেষদিন।

টুর্নামেন্টে মোট পাঁচটি দল অংশ নিচ্ছে। নিয়ম হচ্ছে প্রত্যেকটি দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। এরপর যারা পয়েন্ট টেবিলে শীর্ষে থাকবে তারাই চ্যাম্পিয়ন হবে। সেই হিসাবে বাংলাদেশ এখনও চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে টিকে আছে।

পাঁচটি দলের মধ্যে শুধু মালদ্বীপ বাদে অন্য চারটি দলেরেই শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান প্রত্যেকেরই পয়েন্ট ছয় করে। এর মধ্যে গোল ব্যবধানের ভিত্তিতে পয়েন্ট টেবিলে সবার উপরে রয়েছে ভারত। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। তৃতীয় অবস্থানে রয়েছে নেপাল। চতুর্থ অবস্থানে রয়েছে ভুটান। আর চার ম্যাচ খেলে সবকটিতে হেরে সবার নিচে রয়েছে মালদ্বীপ।

শিরোপা জিততে হলে আজ ভুটানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। তারপরও তাকিয়ে থাকতে হবে দিনের শেষ ম্যাচের দিকে। ওই ম্যাচে ভারতের প্রতিপক্ষ নেপাল।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতকে ৪-৩ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ২-০ ব্যবধানে হারায় লাল-সবুজের দল। তবে, তৃতীয় ম্যাচে নেপালের কাছে ২-১ গোলে হেরে যায় বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

চীনে কমেছে শিশু জন্মহার

ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের জনসংখ্যা বৃদ্ধির হার গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ...

করোনায় ১০ জনের মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত‌্যু হয়েছে। এ ...