আনিস প্রধান পঞ্চগড় : পঞ্চগড় জেলা তেঁতুলিয়া উপজেলায় গত ২২ সেপ্টম্বর রবিবার রাত ৯ টায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু ও ৭ জন আহত হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার মুহুরিহাট ও পরামানিকপাড়ায়। রবিবার রাত আকষ্মিক ট্রান্সফরমা বিস্ফোরিত হয়ে ১১ হাজার কেভি লাইনের তার ছিড়ে ৪৪০ কেভি লাইনের উপরে পড়লে হাই ভোল্টেজের কারনে ৫ টি গ্রামে বিদ্যুৎ সট সার্কিট হয়। নিহতের পরিবারের লোকেরা জানায় মুহুরিহাটের আব্দুল মান্নানের স্ত্রী সহিদা (৩৫)বিছানার পাশে থাকা বিদ্যুৎ সুইছ বন্দ করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সরিলে আগুন ধরে ঘটনা স্থলে মৃত্যু বরন করেছ । এসময় মৃতার পাশে থাকা প্রতিবন্ধি শিশু মিম (৬) মা কে বাচাতে এলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশুটির হাত জলে যায়। অপর দিকে পড়ামানিকপাড়ার এমারউদ্দিনের ছেলে ইয়াকুব আলী ঘড়ে ফেনের ছুইছ বন্ধ করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনা মৃত্যু বরন করে। এ সময় মৃত ইয়াকুব এর স্ত্রী স্বামী কে বাচাতে এলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হাত ও পা আগুনে জলে যায় । এলাকাবাসী আক্রান্তদের দ্রুত তেঁতুলিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত ডাঃ ২ ই জনকে মৃত ঘোষণা করেন। স্থানীয় অভিযোগে জানা যায়, অনেক বাড়ীতে মিটার ছাড়া বিদ্যুৎ ব্যবহার করছেন এ বিষয়ে পড়ামানিক পাড়ার আজগর জানান গত ৩ মাস আগে বিদ্যুৎ অফিসের আরি সাহেব আমাদের কাছ থেকে ৬ হাজার করে ৪ টি পরিবারের কাছে ১৬ হাজার টাকা নিয়ে মসজিদের একটি মিটার থেকে বিদ্যুৎ দিয়েছেন । এলাকা বাসীর দাবি এ ঘটনার দায়ী তেঁতুলিয়া বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা । এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মতিয়ার মাষ্টার ঘটনার সততা সিকার করে বলেন আরো কেউ আহত রয়েছে কি না তাদের খোজ খবর নেয়া হচ্ছে। এ ঘটনার পরে রাত ১০ টায় ঘটনা স্থলে ছুটে যান তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান এ সময় আহতদের উন্নত চিকিৎসার আশ্বাস দেন ।