ইন্টারন্যাশনাল ডেস্ক : তৃতীয় সন্তানের বাবা হলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ আজ মঙ্গলবার এ তথ্য প্রকাশ করে। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।
সোমবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে দেশটির আইনপ্রণেতারা সংসদকে জানান, তাদের ধারণা উত্তর কোরিয়ার ফার্স্ট লেডি রাই সোল জু চলতি বছরের ফেব্রুয়ারিতে তৃতীয় সন্তানের জন্ম দেন।
গত বছর দীর্ঘ সময় ধরে রাই সোল লোকচক্ষুর আড়ালে থাকায় ধারণা করা হয়েছিল তিনি গর্ভবতী। ২০০৯ সালে রাই সোল জুয়ের সঙ্গে বিয়ে হয় কিমের। এরপরের বছর অর্থাৎ ২০১০ সালে তাদের প্রথম সন্তানের জন্ম হয়। ২০১৩ সালে জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান। তবে কিমের নতুন প্রজন্ম সম্পর্কে খুব কমই জানা যায়।