Home | শিল্প সাহিত্য | পদ্য | তুমিই আমার শেষ প্রেম!

তুমিই আমার শেষ প্রেম!

– সাকিব জামাল

আমিই কি তোমার প্রথম ? অথবা আমার প্রথম তুমি ?
বিষয়টি থাকে লুকানো কমবেশি সবার জীবনে গোপন ধাঁধায়!
থাক না, সেসব প্রেমের গল্প-কবিতা-গান অজানা!!!
বিব্রতকর অবস্থায় ফেলতে চাই না তোমায় । তুমিও আমাকে ফেল না দ্বিধায়!
প্রেমের বয়সের ঠিক ঠিকানা নেই! জানা আছে ।
পরিনত বয়সে এসে তোমার প্রেমে পড়ছি, কতো কথা আছে পাছে!
সুতরাং অতীত নিয়ে কোন ঘাটাঘাটি নয় আর!
বরং দুজনের কন্ঠে একই সুরে, অনুনাদ হোক সারা জনমের তরে-
“তুমিই আমার শেষ প্রেম ।”

আমাদের শেষের কবিতা মিলনাত্মক হোক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

সমুদ্রবন্দরে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের তিন নম্বর স্থানীয় ...

শেষ দিনের টিকিট পেতে উপচেপড়া ভিড়

স্টাফ রিপোর্টার : রাজধানীর কমলাপুর রেলস্টেশনে শেষ দিনের মতো চলছে পবিত্র ঈদুল ...