আলতাফ হোসেনসরকার, রাজারহাট(কুড়িগ্রাম) : শস্য ভান্ডার হিসেবে খ্যাত কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার তিস্তা নদীর বুক জুড়ে গড়ে উঠেছে সবুজের সমারোহ। নদী মাত্রিক এলাকা হিসেবে তিস্তা নদীর বুক জুড়ে বিস্তীর্ণ এলাকায় সবুজ পাতায় দোল খাচ্ছে মাঠের পর মাঠ। কোথাও ভুট্টা আবার কোথাও আলু বাদাম সহ বিভিন্ন রবি শস্যে এখন দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন।
জানা গেছে উপজেলার ৭ টি ইউনিয়নের বুক চিড়ে বয়ে গেছে তিস্তা নদী। বর্ষা মৌসুমে নদীতে পানি থৈ থৈ করলেও শুষ্ক মৌসুমে নদীর চর সহ চরের বিস্তীর্ণ এলাকা জুড়ে কৃষকরা ফসল উৎপাদন করে থাকেন । বিশেষ করে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সিয়াল খাওয়া চর তৈয়ব খাঁ চর, পাড়া মৌলা চর রতি চর আনন্দ বাজার সহ ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট চর খিতাব খাঁ নাজিমখা ইউনিয়নের রতিদেব সোমনারায়ন সহ বিভিন্ন গ্রামে হাজার হাজার কৃষক নদীর চরের জমিতে আলু, ভুট্টা, বাদাম, পিয়াজ, রসুন সহ বিভিন্ন প্রকার ফসল ও শাক সবজি চাষ করছেন। এসব এলাকায় তিস্তা নদীর বুক জুড়ে এখন সবুজ পতায় ছেয়ে গেছে। বিশেষ করে আলু, ভুট্টা ও বাদামের সবুজ গাছ কৃষকের চোখে মুখে হাসির ঝিলিক ফুটিয়ে তুলেছেন। এদিকে গত রবি মৌসুমে কৃষক আলু চাষে লাভবান হওয়ায় এবার অধিক হারে আলু চাষ করেছেন। আবহাওয়া অনুকুলে থাকা ও ভালো পরি র্চায়ায় এবারও আলু বাম্পার ফলন হবে বলে আশা করছেন।
বিদ্যানন্দের চরের কৃষক আফজাল হোসেন, সফিকুল ইসলাম ও শরিফুল ইসলাম জানান আমাদের মাঠে চৈতালি ফসল তেমন হয়না।