স্পোর্টস ডেস্ক : আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার পাঁচ ম্যাচ ইয়ুথ ওডিআই সিরিজের চতুর্থ ম্যাচ। বুধবার সকালে টস হেরে ব্যাট করতে নামে আফগান যুবারা। তিন ‘হাসানের’ আগুনে বোলিংয়ে ৪৫ ওভারে ১৩৩ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় সফরকারীরা। ফলে, জিততে হলে টাইগার যুবাদের করতে হবে ১৩৪ রান।
সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেছেন নিসার ওয়াহদাত। বাংলাদেশের পক্ষে নাঈম হাসান ৯ ওভার বল করে ৩৮ রান দিয়ে ৫টি উইকেট নেন। সাইফ হাসান ৬ ওভার বল করে ৭ রান দিয়ে তিনটি উইকেট নেন। হাসান মাহমুদ ৯ ওভার বল করে ২৫ রান দিয়ে দুইটি উইকেট নেন। সিরিজে এখন ১-১ সমতা রয়েছে।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ইনিংস: ১৩৩ (৪৫/৫০ ওভার)
(রহমান গুল ৩, ইব্রাহীম জাদরান ৯, তারিক স্টানিকজাই ৮, পেরওয়েজ মালিকজাই ১০, দারউইশ রাসুলি ২৩, নিসার ওয়াহদাত ৫৩, ইকরাম ফাইজি ০, কাইস আহমাদ ০, নাভিন-উল-হক ১৬, মুজিব ০*, ইউসুফ জাজাই ০; হাসান মাহমুদ ২/২৫, কাজী অনিক ০/২৫, ইয়াসিন আরাফাত ০/২০, নাঈম হাসান ৫/৩৮, আফিফ হোসেন ০/১৪, সাইফ হাসান ৩/৭)।