কামাল হোসেন, তাহিরপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তের এলাকা থেকে এক বাংলাদেশী জেলেকে ধরে নিয়েগেেেছ ভারতীয় সীমান্তরী বাহিনী বিএসএফ। বিজিবি সূত্রে জানাযায়, সেন্টু মিয়া (৪৫০ নামের এক জেলে উপজেলার লাউড়েরগড় সীমান্ত দিয়ে ভারতের মেঘালয় পাহাড় থেকে নেেেম আসা সীমান্ত নদী যাদুকাটায় জাল ও বারকী নৌকা নিয়ে মাছ ধরতে গেলে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টার সময় আন্তরজাতিক সীমান্ত পিলার ১২০৩ এর ৯ এস সব পিলার এলাক অতিক্রম করলে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ -৮ র্বর্ডর্গাড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল হক। সে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের শরফত আলীর পুত্র। এ নিউজ লিখা র্পযন্ত অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল হক বলেন, ধরে নিয়ে যাওয়া জেলেকে ফিরিয়ে আনতে বিএসএফে সঙ্গে কথা চলছে।