সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নতুন বছরে উৎসব মুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এউপলক্ষ্যে বুধবার সকালে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বাদাঘাট ইউনিয়নপরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নতুন বই বিতরণ উৎস উদ্বোধন করে শিক্ষাথীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। এসময় তিনি বলেন,বিএনপি বেলায় শুধু খাই খাই করে কিছু দিতে পারে না। পড়া শুনা করার জন্য এখন আর সুনামগঞ্জের বাহিরে গিয়ে আর কষ্ট করতে হবে না। বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হয়েছে। বিএনপি থাকা কালিন কেউ নতুন বই পেত না। আ,লীগ সরকার আসার পর শুধু বই না সব কিছুই সবাই সহজে হাতের কাছে পাচ্ছে উন্নয়ন আর উন্নয়ন। তাই সবাইকে উন্নয়নের সাথে থাকবেন বলে আহবান জানান,উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। আরো বক্তব্যে রাখেন,বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজের অধ্যাক্ষ জুনাব আলী,মাধ্যমিক সহকারী শিক্ষা কমকর্তা রমা কান্ত,প্রাথমিক শিক্ষা কমকর্তা আকিকুর রেজা,বাদাঘাট ইউনিয়ন আ,লীগের সহ সভাপতি সুজাত মিয়া,মুজিবুর রহমান,মুক্তিযুদ্ধা আব্দুস শহীদ,অভিভাবক সদস্য জিয়াউর রহমান,দীন ইসলাম,বাদাঘাট বাজার বনিক সমিতির সভাপতি সেলিম হায়দার,সাধারণ সম্পাদক মাসুক মিয়া,আ,লীগ নেতা নুরুল হক মাষ্টার,উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাসার প্রমুখ। এসময় স্থানীয় গন্যমান ব্যক্তি ও শিক্ষাথীগন। এর পূর্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসবে শিশুদের মাঝে নতুন বই বিতরনে করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সকালে তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসায় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ বিতরণ অনুষ্টানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী। এছাড়াও তাহিরপুর বালিকা স্কুল এন্ড কলেজে,দক্ষিনকুল মডেল উচ্চ বিদ্যালয়,বালিজুড়ি হাজী এলাহি বক্স উচ্চ বিদ্যালয়ে আনুষ্টানিকভাবে উৎসব মুখর পরিবেশে বই উৎসব ও বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।