তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া আদর্শগ্রাম থেকে ৪০টি ইয়াবা ট্যাবলেটসহ সৈদুর রহমান (৩৮)নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। তিনি ওই গ্রামের নুর আলমের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার (১২ অক্টোবর) রাতে তার নিজ বাড়ির সামনে থেকে আটক করা হয়েছে। সৈদুর রহমান পল্লী প্রাণিসম্পদ চিকিৎসক হিসাবে আগে কাজ করত। কিন্তু গত এক বছর ধরে সে এপেশার সাথে জড়িত ছিল না।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।