ব্রেকিং নিউজ
Home | খেলাধূলা | তামিম-সৌম্যকে নিয়ে শঙ্কার কোনো কারণ নেই

তামিম-সৌম্যকে নিয়ে শঙ্কার কোনো কারণ নেই

স্পোর্টস ডেস্ক :  মূল লড়াইয়ে নামার আগে দুই-দুইটা দুঃসংবাদ। তামিম ইকবালের পর ইনজুরি ছোবল বসায় সৌম্য সরকারের ওপর। বেনোনির উইলোমোর পার্ক স্টেডিয়ামে সাউথ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে ফিল্ডিং করার সময় হাতে চোট পান সৌম্য। তার আগে ব্যাটিংয়ে নেমে পেশিতে টান লাগে তামিমের। দলের দুই ওপেনারের ইনজুরি খানিকটা চিন্তায় ফেলে দেয় টিম ম্যানেজমেন্টকে। তবে শঙ্কার মাঝে সুখবর দিলেন ফিজিও থিহান চন্দ্রমোহন। জানালেন তামিম-সৌম্যকে নিয়ে শঙ্কার কোনো কারণ নেই।

প্রথম টেস্টের আগেই সেরে উঠবেন তামিম-সৌম্য এমন আশা চন্দ্রমোহনের। ‘ব্যাটিং করতে নেমে পেশিতে হালকা চোট পায় তামিম। এই সপ্তাহে সে অনুশীলন শুরু করবে। আর ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পায় সৌম্য। আমরা তাকে নিয়ে ঝুঁকি নিতে চাই নি, তাই তাকে মাঠে নামানো হয়নি। এই সপ্তাহে সৌম্যও অনুশীলন করতে পারবে। চিন্তার কোনো কারণ নেই। আশা করি প্রথম টেস্টে খেলতে পারবে দুজন।’

প্রস্তুতি শেষ, এবার আসল লড়াইয়ের অপেক্ষা। ২৮ সেপ্টেম্বর প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-সাউথ আফ্রিকা। সর্বশেষ ২০০৮ সালে ভিলিয়ার্স-আমলাদের দেশে গিয়েছিল বাংলাদেশ। প্রায় নয় বছর পর সাউথ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। প্রথম টেস্টের পর অক্টোবর (৬ থেকে ১০) দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে।

এরপর ১৫ অক্টোবর কিম্বার্লিতে সিরিজের প্রথম ওয়ানডে। ১৮ অক্টোবর পার্লে দ্বিতীয় ওয়ানডে। ইস্ট লন্ডনে ২২ অক্টোবর তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। ব্লুমফন্টেইনে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর। পচেফ্স্ট্রুমে দ্বিতীয় টি-টোয়েন্টি হবে ২৯ অক্টোবর।

টেস্ট ও ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। আর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

চীনে কমেছে শিশু জন্মহার

ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের জনসংখ্যা বৃদ্ধির হার গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ...

করোনায় ১০ জনের মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত‌্যু হয়েছে। এ ...